The rules & terms for iFast24 are:

স্পীড এবং রাউটিং -

iFast24 শুধুমাত্র এবং কেবল তাদের জন্যই, যাদের আলাদা করে BDIX স্পীড আছে। iFast24 শুধুমাত্র ব্যবহারকারীর আই.এস.পি কর্তৃক নির্ধারিত BDIX স্পীডের মাধ্যমেই ডাটা ট্রান্সফার করবে। একবার সার্ভিস বিক্রয় করা হয়ে গেলে, ব্যবহারকারীর ISP বা Upstream রাউটিং জনিত কোন সমস্যার জন্য iFast24 দায়ী থাকবে না।

অনুমোদিত সাইট এবং ব্রাউজিং
  1. iFast24 ব্যবহার করে কোন অনৈতিক কার্যাবলি বা বাংলাদেশ সরকার কর্তৃক বন্ধ সাইট ব্রাউজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
  2. iFast24 ব্যান্ডউইথ অ্যাবিউজ/মিসইউজ রোধ করতে, শুধুমাত্র যখনই প্রয়োজন হবে, তখনই ভিপিএন ব্যবহার করতে হবে।
ডেটা সংরক্ষণ, সুরক্ষা এবং ব্যান -
  1. ব্যবহারকারীর ব্রাউজ হিস্টোরি বা কোন প্রকারের ডাটা আমরা সংরক্ষণ, পর্যবেক্ষণ বা তৃতীয় কোন পক্ষের সাথে আদান প্রদান করি না।。
  2. তবে ব্যবহারকারীর ব্যান্ডউইথ ইউসেজ অস্বাভাবিক হলে তার ব্রাউজ হিস্টোরি বা ইউসেজ লগ ডাটা সংরক্ষণ করা হতে পারে।
  3. iFast24 ব্যবহারকারী কোন অনৈতিক কাজে জড়িত থাকলে বা অনৈতিক কাজ করলে তার দায়ভার সম্পূর্ণভাবে তার নিজের।
  4. অনৈতিক কোন কার্যকলাপ পরিলক্ষিত হলে, ব্যবহারকারীর সংযোগ বিনা নোটিশে যে কোন সময় বন্ধ করে দেয়া হতে পারে।
  5. iFast24 ব্যবহার করে ব্যক্তিগত কোন ক্ষয়ক্ষতির দায়ভার ব্যবহারকারীর নিজের থাকবে।
প্যাকেজ মেয়াদ এবং সীমা -
  1. নির্ধারিত প্যাকেজের নির্ধারিত ব্যান্ডউইথ শেষ হয়ে গেলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
  2. একটি ID শুধুমাত্র একজন ব্যবহারকারীর বাসা, অফিস বা ব্যবসা ক্ষেত্রের জন্য প্রযোজ্য।
  3. একটি ID ক্রয় করে, এক্সট্রা IP বা Device নিয়ে একের অধিক ব্যক্তি ব্যবহার করলে তার সার্ভিস বিনা নোটিশে যে কোন সময় বন্ধ করে দেয়া হতে পারে।
মূল্য ফেরত এবং মান -
  1. ক্রয়কৃত সার্ভিসের জন্য কোন মূল্য ফেরতের ব্যবস্থা নেই।
  2. সার্ভিস একবার বিক্রয় করা হয়ে গেলে, যদি সার্ভার ইস্যুও হয় তাহলেও কোন মূল্য ফেরতের ব্যবস্থা নেই।

উপরে উল্লেখিত শর্তাবলি মেনেই গ্রাহককে এই, iFast24 সার্ভিস নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সার্ভিস একবার বিক্রয় করা হয়ে গেলে, তার রিফান্ড আর দেয়া হবে না, যদিওবা iFast24 এর কোন সমস্যা থাকে। অতএব, এই শর্তাবলি মেনে নিয়েই গ্রাহক সার্ভিস ক্রয় করবেন। *উপরে উল্লেখিত শর্তাবলিগুলো iFast24 যে কোন সময় পরিবর্তন, পরিমার্জন বা বাতিলের সম্পূর্ণ অধিকার রাখে।